উত্তর : কেবল অন্তরের পরিকল্পনায় তালাক হয় না। বরং তালাক দেওয়ার জন্য মুখে উচ্চারণ করা বা কাগজে লিখে প্রকাশ করা আবশ্যক। তবে তালাক দেওয়ার জন্য স্ত্রীকে জানানো বা তাকে শোনানো শর্ত নয়। বরং স্ত্রীর অনুপস্থিতিতে অন্তরে নিয়ত রেখে মুখে উচ্চারণ করে তালাক দিলে তালাক হয়ে যাবে (আইনী, ঊমদাতুল ক্বারী ২০/২৫৬; আল-মাওসূ‘অতুল ফিক্বহিয়া ২৩/২৯; ফাতাওয়া লাজনা দায়েমাহ ২০/২৭)। অতএব প্রশ্নালোকে তালাক সংঘটিত হয়নি। তারা স্বাভাবিকভাবে সংসার করবে।
প্রশ্নকারী : জাফরুল্লাহ, বাঁশখালী, চট্টগ্রাম।