উত্তর : এটি শরী‘আত সম্মত নয়। বরং যেকোন আনন্দে সিজদায়ে শুকর আদায় করা সুন্নাত (আবূদাঊদ, তিরমিযী, মিশকাত হা/১৪৯৪ ‘সিজদায়ে শুক্র’ অনুচ্ছেদ)।
তাছাড়া এজন্য আল্লাহর রাস্তায় ছাদাক্বা করা আবশ্যক। কা‘ব বিন মালিক
(রাঃ)-এর তওবা কবুল হওয়ার সুসংবাদ পেয়ে তিনি খুশী হয়ে ছাদাক্বা করেছিলেন (বুখারী হা/৪৪১৮, ‘যুদ্ধ-বিগ্রহ’ অধ্যায় ৮০ অনুচ্ছেদ ‘হাদীছু কা‘ব বিন মালেক’; তাফসীর ইবনে কাছীর, তওবা ১১৮)।