উত্তর : মাইয়েত যতদিন বেহুঁশ বা জ্ঞানহীন অবস্থায় ছিলেন, ততদিন তিনি ছালাত ও ছিয়ামের বিধান থেকে মুক্তি পাবেন। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘তিন ধরনের লোকের উপর থেকে কলম উঠিয়ে নেয়া হয়েছে- (১) নিদ্রিত ব্যক্তি, যতক্ষণ না জাগ্রত হয়, (২) অসুস্থ (পাগল) ব্যক্তি, যতক্ষণ না আরোগ্য লাভ করে এবং (৩) অপ্রাপ্ত বয়স্ক বালক, যতক্ষণ না বালেগ হয় (আবুদাউদ হা/৪৩৯৮; মিশকাত হা/৩২৮৭)। এক্ষণে মাইয়েতের পরকালীন নাজাতের জন্য নিকটাত্মীয়গণ তার জন্য দো‘আ, ছাদাক্বা ও হজ্জ করতে পারেন (আবুদাঊদ হা/২৮৩৩; মিশকাত হা/৩০৭৭)। উল্লেখ্য যে, মৃত ব্যক্তির ক্বাযা ছালাত ও ছিয়ামের কোন ফিদিয়া নেই। কারণ এগুলি দৈহিক ইবাদত। যা কেবল ব্যক্তিকেই আদায় করতে হয় (নজম ৫৩/৩৯; বায়হাক্বী ৪/২৫৪, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : আয়েশা ছিদ্দীকা, নিয়ামতপুর, নওগাঁ।