উত্তর : প্রশ্নে উল্লেখিত কারণে গিফ্ট বা উপঢৌকন প্রদান করা নিষিদ্ধ। রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, ‘যে ব্যক্তি কারু জন্য সুফারিশ করল, অতঃপর এর বিনিময়ে তাকে কোন বস্ত্ত প্রদান করা হ’লে সে তা গ্রহণ করল, ঐ ব্যক্তি একটি বড় ধরনের সূদ গ্রহণ করল’ (আবুদাঊদ হা/৩৫৪১; মিশকাত হা/৩৭৫৭ সনদ হাসান, ‘ইমারত’ অধ্যায়; ছহীহুল জামে হা/৬৩১৬)।
জানা আবশ্যক যে, বৈধ কাজে সুফারিশকারী ব্যক্তি আল্লাহর নিকটে পুরস্কৃত হবেন। যেমন রাসূল (ছাঃ) এরশাদ করেন, إِشْفَعُوْا تُؤْجَرُوْا ‘তোমরা অপরের জন্য সুফারিশ কর, পুরস্কৃত হবে’ (আবুদাঊদ হা/৫১৩২)।