উত্তর : কুরআন বা হাদীছে বর্ণিত দো‘আর অর্থ না জেনেও কেউ দো‘আ করলে আললাহ তার নিয়ত ও উদ্দেশ্যের ভিত্তিতে দো‘আ কবুল করবেন ইনশাআল্লাহ। কারণ দো‘আর উৎস থাকে হৃদয়ে। আর জিহবা তার অনুগামী (মাজমূ‘উল ফাতাওয়া ২২/৪৮৯)। তবে অর্থ বুঝে দো‘আ করলে তা মানসিক প্রশান্তির কারণ হয়। সেকারণ দো‘আর অর্থ বুঝা প্রয়োজন এবং আমরা আল্লাহর নিকট কী প্রার্থনা করছি সেটাও জানা প্রয়োজন। এক্ষেত্রে সারগর্ভ দো‘আগুলি পাঠ করা উত্তম। যেমন রববানা আ-তেনা ফিদ্দুনিয়া হাসানাতাওঁ...। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) অত্র দো‘আটি অধিকাংশ সময় পড়তেন (বুঃ মুঃ মিশকাত হা/২৪৮৭)।
প্রশ্নকারী : মুজীবুর রহমান, পশ্চিমবঙ্গ, ভারত।