উত্তর : ওশর হ’ল ফসলের যাকাত। সুতরাং যে ব্যক্তি ফসল উৎপন্ন করবে তা নিছাব পরিমাণ হ’লে তাকে ফসলের ওশর বা নিছফে ওশর দিতে হবে। চাই তা ভাড়া জমি থেকে হোক বা নিজের জমি থেকে হোক (বাক্বারাহ ২/২৬৭; আন‘আম ১৪১; ইবনু কুদামাহ, মুগনী ৩/৩০)। কেবল বৃষ্টির পানিতে উৎপন্ন হ’লে দশভাগের একভাগ এবং সেচের পানিতে হ’লে বিশভাগের একভাগ (বুখারী হা/১৪৮৩; মিশকাত হা/১৭৯৭)। এক্ষণে কেউ ব্যবসার কৌশলে ভুল করলে তাকেই তার খেসারত দিতে হবে। শরী‘আতের বিধানে কোন পরিবর্তন আসবে না।
প্রশ্নকারী : আহসান হাবীব, বীরগঞ্জ, দিনাজপুর।