
উত্তর : সন্তানের প্রতি খরচ করা পিতার দায়িত্ব। আর শিক্ষা ক্ষেত্রে খরচে তারতম্য হ’তে পারে, যা অন্যায় নয়। যেমন কোন সন্তান ভাল কোন প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেলে তার জন্য অধিক খরচ করার প্রয়োজন হয় ঐ সন্তান থেকে, যে সাধারণ কোন বিশ্ববিদ্যায়ে পড়াশুনা করে। এই তারতম্যের জন্য পিতা গুনাহগার হবেন না। অন্যদিকে পরিবারের কোন সদস্য পরিবারের আর্থিক উন্নয়নে অধিক অবদান রেখে থাকলে পিতা তাকে হাদিয়াস্বরূপ কিছু সম্পদ দিতে পারেন (উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ১১/৮০; ফাতাওয়া ইসলামিয়াহ ৩/৩০)। অতএব সন্তানদের সম্মতিক্রমে উক্ত পদ্ধতিতে জমি প্রদান করা জায়েয হয়েছে।
প্রশ্নকারী : সাবিক, কলারোয়া, সাতক্ষীরা