উত্তর : যেকোন ফরয ছালাতে কোন জাতীয় সমস্যার প্রতিকারার্থে কুনূতে নাযেলা পাঠ করা যায়। সুতরাং জুম‘আর ছালাতেও কুনূতে নাযেলা পাঠে বাধা নেই। তবে খুৎবায় দো‘আ পাঠের সুযোগ থাকায় জুম‘আর ছালাতে কূনূতে নাযিলা পাঠ করাকে অনেক বিদ্বান অপসন্দ করেছেন। অতএব জুম‘আর ছালাতে কুনূত পাঠ না করে বরং দ্বিতীয় খুৎবাতে দো‘আ পাঠ করা উত্তম (মারদাভী, আল-ইনছাফ ২/১৭৫; উছায়মীন, লিক্বাউল বাবিল মাফতূহ ১৫/২৪; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৭/৯৬-৯৭)।
প্রশ্নকারীঃ রাজভীর* হোসাইন, কান্দিরপাড়, কুমিল্লা।
[*তানভীর নাম রাখুন (স.স.)]