উত্তর : পাবে। কেননা রাসূল (ছাঃ) পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তিকে শহীদ বলে আখ্যায়িত করেছেন (বুখারী হা/৬৫৩; মুসলিম হা/১৯১৫; মিশকাত হা/১৫৪৬)। তবে নিঃসন্দেহে এই মর্যাদা পেতে গেলে তাঁকে শিরক-বিদ‘আতমুক্ত ও বিশুদ্ধ আক্বীদা সম্পন্ন মুসলিম হ’তে হবে (মিরক্বাত হা/৩৮৩৯-এর ব্যাখ্যা দ্রঃ)। উল্লেখ্য যে, এরূপ ক্ষেত্রে তাদের জন্য দো‘আ করার সময় মুসলিম বা মুমিনদেরকে বিশেষভাবে উল্লেখ করে দো‘আ করতে হবে। কারণ কাফির ও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েয নয় (তওবা ১১৩; নববী, আল-মাজমূ‘ ৫/১৪৪)। আর সুধারণার ভিত্তিতে মুসলমানদের জন্য আমভাবে দো‘আ করলে সমস্যা নেই।
প্রশ্নকারী : তাওয়াবুল হক, নওদাপাড়া, রাজশাহী।