উত্তর : স্কুলে কোন অনৈসলামী কাজ না করার শর্তে উক্ত খেদমত করা যাবে এবং এতে ছওয়াবও পাওয়া যাবে। মানুষের কল্যাণে যে কোন পরিশ্রম বৃথা যাবে না। রাসূল (ছাঃ) বলেন, ‘আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় হ’ল সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে উপকারী (ছহীহাহ হা/৪২৬)। তিনি বলেন, ‘আল্লাহ বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন, যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে’ (মুসলিম হা/২৬৯৯; মিশকাত হা/২০৪ ‘ইলম’ অধ্যায়)। অতএব যে জ্ঞানের মাধ্যমে মানুষ দুনিয়া বা আখেরাতে উপকৃত হয় এমন জ্ঞানের বিস্তারে সহায়তা করলে ছওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১২/৭৭)।
প্রশ্নকারীঃ যাকারিয়া, ঘাটাইল, টাঙ্গাইল।