উত্তর : জুম‘আর খুৎবাকালীন লাঠি, ধনুক বা যেকোন জিনিসের উপর হেলান বা ঠেস দিয়ে খুৎবা দেওয়া মুস্তাহাব (আবুদাউদ হা/১০৯৬; ইরওয়া হা/৬১৬)। কারণ এতে খত্বীবের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে খুৎবা দিতে সুবিধা হয় (উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৫/৬২-৬৩)। এক্ষণে কেউ যদি খুৎবাকালীন ডেস্ক ব্যবহার করে তাহ’লে তাকে আলাদাভাবে লাঠি ব্যবহার করা আবশ্যক নয় (ইমাম শাফেঈ, কিতাবুল উম্ম ১/২৭২ পৃ.)।
প্রশ্নকারী : মাসঊদ রাণা, কোটচাঁদপুর, ঝিনাইদহ।