উত্তর : মৃত স্ত্রীর নামে হজ্জ করা যায়। কিন্তু ব্যাংকে থাকা চার লাখ টাকার মালিক এখন স্ত্রী নয়। বরং তার উত্তরাধিকারীরা (বুখারী হা/৬৫১৪; মিশকাত হা/৫১৬৭)। এক্ষণে ওয়ারিছরা সর্বসম্মতিক্রমে মাইয়েতের স্বামীকে উক্ত অর্থ দিয়ে হজ্জ সম্পাদন করার অনুমতি দিলে সে তার পক্ষ থেকে হজ্জ করতে পারবে, অন্যথায় নয়। উল্লেখ্য যে, বদলী হজ্জকারীকে অবশ্যই প্রথমে নিজের হজ্জ করতে হবে (বুখারী হা/৬৬৯৯; মিশকাত হা/২৫০৯, ২৫১২)।
প্রশ্নকারী : সেলিম মিঞা, শাহজাদপুর, সিরাজগঞ্জ।