উত্তর : লাশকে ডান কাতে শোয়ানো এবং ক্বিবলামুখী করে রাখা মুস্তাহাব। রাসূল (ছাঃ) বলেন, আমাদের মৃত ও জীবিত সবার ক্বিবলা কা‘বা (আবুদাউদ হা/২৮৭৫; ইরওয়া হা/৬৯০)। ইবনু হাযম (রহঃ) বলেন, এই আমল রাসূল (ছাঃ)-এর যুগ থেকে নিরবচ্ছিন্নভাবে চলে আসছে (মুহাল্লা ৫/১৭১, ৩/৪০৪)। আলবানী ইবনু হাযমের মতকে গ্রহণ করেছেন (আহকামুল জানায়েয ১/১৫১, তালখীছ ৬৪ পৃ)। এক্ষেত্রে লাশ যদি ডান কাতে স্থির না থাকে, তবে লাশের পিছনে শক্ত মাটি ব্যবহার করা যায় (নববী, আল-মাজমূ‘ ৫/২৯৩; আলবানী, আহকামুল জানায়েয ১/১৫১; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১৩/১৮৯)।
প্রশ্নকারী : ওবায়দুল্লাহ, টিকরামপুর, চাঁপাই নবাবগঞ্জ।