উত্তর : এ সময় মাসবূক নিজেকে ইমাম মনে করে বাকী ছালাত সমাপ্ত করবে। সামনে জায়গা থাকলে মাসবূক ইমাম সামনে চলে যাবে এবং দু’জন মুছল্লী পিছনে থাকবে। আর সামনে জায়গা না থাকলে দু’জনকে পিছনে সরে যাওয়ার ইঙ্গিত করবে। আর জায়গা না থাকলে দু’জনকে পাশে নিয়েই ছালাত সমাপ্ত করবে। ইনশাআল্লাহ প্রত্যেকেই জামা‘আতে ছালাত আদায় করার ছওয়াব পেয়ে যাবে (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১২/১৪৮)। তবে এই নিয়মে ছালাত আদায় করা জায়েয হ’লেও উত্তমের বিপরীত। কেননা এ ব্যাপারে ছাহাবায়ে কেরাম থেকে কোন আমল বা সুনির্দিষ্ট দলীল পাওয়া যায় না। সুতরাং জামা‘আত শেষ হওয়া বুঝতে পারলে আলাদাভাবে একাকী বা জামা‘আতে ছালাত আদায় করাই উত্তম হবে (উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ২/৩১৬-১৭)।
প্রশ্নকারী : মুহাম্মাদ এনামুল হক, চারঘাট, রাজশাহী।