উত্তর : পিতা-মাতার অছিয়ত দু’ধরনের হ’তে পারে। সম্পদ সম্পর্কিত এবং সম্পদ বহির্ভূত। সম্পদ সম্পর্কিত অছিয়ত যদি এক-তৃতীয়াংশের কম হয় তাহ’লে তা পালন করা আবশ্যক (নিসা ৪/১১)। আর সম্পদ বহির্ভুত অছিয়ত যা পালন করা মুস্তাহাব। এক্ষণে ছেলে জানাযার ছালাত পড়াতে অক্ষম হ’লে যোগ্যতাসম্পন্ন যে কেউ ইমামতি করতে পারেন (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১৩/২২০, ৩৬৫)।
প্রশ্নকারী : নাযিমুদ্দীন, কাকনহাট, রাজশাহী।