উত্তর :
এরূপ কাজ শরী‘আত পরিপন্থী। নেকীর উদ্দেশ্যে মৃতব্যক্তির নামে এসব
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হিন্দুদের ‘শ্রাদ্ধ’ অনুষ্ঠানের অনুকরণে মুসলিম
সমাজে চালু হয়েছে, তা নিঃসন্দেহে বিদ‘আত। বরং মৃত ব্যক্তির নামে কোন স্থায়ী
ছাদাক্বা করা উচিত, যা ক্বিয়ামত পর্যন্ত মৃতের জন্য নেকীর কারণ হয়। আবু
হুরায়রা (রাঃ) হ’তে বর্ণিত রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যখন মানুষ মৃত্যুবরণ
করে, তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কেবল ৩টি আমল ব্যতীত। (১) ছাদাক্বায়ে
জারিয়াহ (২) এমন ইল্ম, যার দ্বারা জনগণের কল্যাণ সাধিত হয় এবং (৩)
সুসন্তান, যে তার জন্য দো‘আ করে’ (মুসলিম, মিশকাত হা/২০৩ ‘ইল্ম’ অধ্যায়)।