উত্তরঃ অশ্লীল কোন বস্ত্তকে পেশা হিসাবে গ্রহণ করা বা তার সমর্থক হওয়া যাবে না। বাদ্যযন্ত্র হারাম (লোকমান ৬; বুখারী, মিশকাত হা/৫৩৪৩)।
তবে বাদ্যযন্ত্র ছাড়া ইসলামের জন্য উপকার বয়ে আনবে এরূপ গান লিখলে, গাইলে,
সুর দিলে এবং এর সাথে সম্পৃক্ত থাকলে এতে কোন সমস্যা নেই (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৪৭৮৯; দারাকুৎনী, মিশকাত হা/৪৮০৭, সনদ হাসান ‘শিষ্টাচার’ অধ্যায় ‘বক্তৃতা ও কবিতা’ অনুচ্ছেদ)।