উত্তর : রাসূলুল্লাহ (ছাঃ)-এর পিতা-মাতা অমুসলিম অবস্থায় মারা গেছেন। তাই তিনি তাদের ব্যপারে কোন সুফারিশ করতে পারবেন না’ (মুসলিম হা/২৩০৪ ‘জানাযা’ অধ্যায়, অনুচ্ছেদ ৩৬)। আল্লাহ স্বীয় রাসূলকে তার মায়ের কবর যেয়ারতের অনুমতি দিয়েছিলেন। কিন্তু তার জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি দেননি’ (মুসলিম, মিশকাত হা/১৭৬৩)। আল্লাহ বলেন, ‘নবী এবং ঈমানদার গণের পক্ষে শোভনীয় নয় যে, তারা মুশরিকদের জন্য ক্ষমা চাইবে, তারা তাদের আত্মীয় হ’লেও’ (তওবাহ ১১৩)।