উত্তর : মেয়ের পৈতৃক সম্পত্তি তার নিজস্ব সম্পদ। এক্ষেত্রে উক্ত সম্পত্তির মালিকানা মেয়েরই। এই অংশ থেকে স্বাভাবিকভাবে বঞ্চিত করা যাবে না, যদি না মেয়ে স্বেচ্ছায় তা ছেড়ে দেয়। এক্ষণে বোনকে লালন-পালন এটি তার প্রতি ভাইদের ইহসান এবং তাদের পক্ষ থেকে এ কাজ আল্লাহর নিকট নেক আমল হিসাবে গণ্য হবে। তবে এই কাজের বিনিময়ে বোনের প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করার শারঈ বা আইনগত অধিকার নেই, যদি না এ ব্যাপারে কোন লিখিত চুক্তি বা স্বীকৃতি থাকে। অপরদিকে ধারের ১০ হাযার টাকা ভাইদের ফেরত দিবে। সেই সাথে প্রমাণ সাপেক্ষে মায়ের পৈত্রিক সম্পত্তির বৈধ উত্তরাধিকারী হিসাবে সন্তানেরাও দাবী করতে পারবে (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ৪৫/২০২-২০৩)।
প্রশ্নকারী : আহসান হাবীব, যশোর।