উত্তর : এটা করা যাবে না। কারণ মুসজিদে গিয়ে খুৎবা শ্রবণ করায় নেকী আছে। কিন্তু বাড়ীতে মোবাইলে খুৎবা শ্রবণ করায় জামা‘আতের নেকী নেই। অতএব যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে সুগন্ধি মেখে সকাল সকাল মসজিদে গিয়ে নফল ইবাদতে নিজেকে নিয়োজিত করবে। যেমন দুই দুই রাক‘আত করে নফল ছা্লাত আদায় করা, দো‘আ-ইস্তিগফার পাঠ করা, কুরআন তেলাওয়াতসহ অন্যান্য যিকিরে নিয়োজিত থাকা কর্তব্য। এই নিয়ম মেনে মসজিদে গেলে উট, গরু বা ছাগল কুরবানী করার ছওয়াব লাভ করবে (বুখারী হা/৮৮১; মুসলিম হা/৮৫০)। ইমাম যখন খুৎবায় দাঁড়িয়ে যাবেন, তখন মনোযোগ দিয়ে খুৎবা শ্রবণ করবে। আর যোগ্য আলেমদের বক্তব্য যেকোন সময় শ্রবণের সুযোগ রয়েছে। অতএব জুম‘আর দিনে মসজিদে যেতে বিলম্ব করবে না বরং যত দ্রুত সম্ভব মসজিদে চলে যাবে (বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ১৩/২৪৬)।
প্রশ্নকারী : আনীস, তালা, সাতক্ষীরা।