
উত্তর : আরবী হরফের নির্দিষ্ট মাখরাজ এবং উচ্চারণ পদ্ধতি রয়েছে। সুতরাং যে কোন দো‘আ পাঠের সময় তাজবীদ ঠিক রেখে পাঠ করা উচিৎ। কারণ তাজবীদের বিষয়টি কেবল কুরআন ও সুন্নাহর সাথে সংশ্লিষ্ট নয় বরং এটি আরবী ভাষার সঠিক উচ্চারণের সাথে সংশ্লিষ্ট। তবে কুরআনের মত অন্যান্য দো‘আ পাঠের সময় তারতীল বা সুর করে পড়ার বিষয়টি প্রযোজ্য নয় (কামাল ইবনু হুমাম, ফাৎহুল ক্বাদীর ১/৩৭০; ইবনু হাজার, ফাৎহুল বারী ৯/৭২; ওছায়মীন, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ৬/০২)।
প্রশ্নকারী : ওবায়দুর রহমান, চাঁপাই নবাবগঞ্জ।