উত্তর : حضرة শব্দটি আরবী ও ফার্সীতে ব্যবহার হয়, যার বহুবচন حضرات। এর অর্থ মাননীয়, মহামান্য, সম্মানিত ইত্যাদি (আল-মু‘জামুল ওয়াছীত্ব ১/১৮১)। রাসূলুল্লাহ (ছাঃ) ও ছাহাবায়ে কেরাম তাদের নিজের নামের পূর্বে ও সালাফগণ ছাহাবায়ে কেরামের নামের পূর্বে হযরত শব্দ ব্যবহার করেছেন মর্মে কোন বর্ণনা পাওয়া যায় না। পরবর্তীতে ফার্সী ও উর্দু ভাষাভাষীরা রাসূলুল্লাহ, ছাহাবায়ে কেরাম ও শ্রদ্ধেয় ব্যক্তিত্বদের নামের পূর্বে উক্ত শব্দ সম্মানসূচকভাবে ব্যবহার করেছেন, যা দোষণীয় নয়। তবে অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে এটা তাদের নামের কোন অংশ নয়। আর উক্ত শব্দ তাদের নামের পূর্বে না লিখলে বা না বললেও কোন গুনাহ হবে না।
প্রশ্নকারী : আখতারুয্যামান, বরগুনা।