উত্তর :
প্রথমতঃ দলীল-প্রমাণসহ ফৎওয়া জেনে নিবে। আল্লাহ তা‘আলার নির্দেশ হ’ল, যারা
জানে না তারা পবিত্র কুরআন ও ছহীহ হাদীছে অভিজ্ঞ আলেমদের নিকট থেকে জেনে
নিবে (নাহল ৪৩-৪৪)। ছাহাবীগণ একটি বিষয় একাধিক ছাহাবীর কাছে জানতেন (আহমাদ, আবুদাঊদ, ইবনে মাজাহ, মিশকাত হা/১১৫)। পরস্পরের নিকট দলীলও চাইতেন (তিরমিযী, মিশকাত হা/৩৫৫৪)।
দ্বিতীয়তঃ রাসূল (ছাঃ) এবং ছাহাবায়ে কেরাম যেভাবে দলীল বুঝেছেন ঐভাবে
গ্রহণ করতে হবে। মন মত বুঝলে চলবে না। তৃতীয়তঃ দ্বিমত দেখা দিলে কোনটি ছহীহ
দলীলের নিকটবর্তী সেটা গ্রহণ করতে হবে। চতুর্থতঃ ফৎওয়াটি কোন পর্যায়ের তা
দেখে মধ্যমপন্থা অবলম্বন করতে হবে।