উত্তর :
নিজস্ব সুরে ইসলামী গান গাওয়াই বাঞ্ছনীয়। এছাড়া পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ
ভিত্তিক ধর্মীয় কথা বা অশ্লীলতামুক্ত যে কোন কথা ছন্দাকারে গাওয়া জায়েয।
এতে যদি কারু সুরের সাদৃশ্য হয়ে যায়, তাতে কোন দোষ নেই। দেখার বিষয় হ’ল
গানের কথা ও মর্ম। রাসূল (ছাঃ) বলেন, ‘এটি হ’ল কথা। এর সুন্দরটি
সুন্দর এবং মন্দটি মন্দ’ (দারাকুৎনী হা/৪৩৫৯ সনদ হাসান; মিশকাত হা/৪৮০৭)।
বনু কুরায়যার যুদ্ধের দিন নবী করীম (ছাঃ) কবি হাস্সান বিন ছাবিত (রাঃ)-কে
বলেছিলেন, ‘হাস্সান! তুমি আমার পক্ষ থেকে কাফেরদের প্রতি ব্যঙ্গ কবিতা বল’।
তিনি আরো বলেছিলেন, ‘হে আল্লাহ! তুমি হাস্সানকে কাফেরদের জবাব দেওয়ার জন্য
জিবরীল-এর মাধ্যমে তাকে শক্তিশালী কর’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৪৭৮৯, ‘বক্তৃতা প্রদান ও কবিতা বলা’ অনুচ্ছেদ)। হাস্সান বিন ছাবিতের কবিতা আবৃত্তির জন্য মসজিদে নববীতে একটি মিম্বর রাখা হয়েছিল যার উপর দাঁড়িয়ে তিনি কবিতা বলতেন’ (বুখারী, মিশকাত হা/৪৮০৫; ‘মসজিদে কবিতা আবৃত্তি’)।