উত্তর : উক্ত মর্মে কিছু বর্ণনা রয়েছে যেখানে বলা হয়েছে, রাসূল (ছাঃ) আয়েশা (রাঃ)-কে বলেন, হে আয়েশা তুমি কি জান! জান্নাতে আল্লাহ মুসার বোন কুলছুম, ফেরাউনের স্ত্রী আসিয়া ও ঈসার মা মারিয়ামের সাথে আমার বিবাহ দিবেন (ইবনু আসাকের, ইবনু কাছীর ৮/১৬৬, সূরা তাহরীম ৫ আয়াতের তাফসীর ; মাজমা‘উয যাওয়ায়েদ হা/১৫২৪৬-৪৮)। বর্ণনাটি জাল ও মুনকার (আলবানী, যঈফাহ হা/৭০৫৩, ৫১২)। ইবনু কাছীর স্বীয় তাফসীর ও ইতিহাস গ্রন্থে এ সম্পর্কিত বর্ণনাগুলি উল্লেখ করে তা যঈফ হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন (আল-বিদায়াহ ২/৬২)।