উত্তর :
মাইকে ছালাত আদায় করা যাবে। এতে তাকবীরে তাহরীমা ভঙ্গ হওয়ার কোন কারণ নেই।
বরং এতে সকল মুছল্লী এক সঙ্গে তাকবীর শুনতে পায় এবং ইমামের সাথে
সুষ্ঠুভাবে ছালাত আদায় করতে সুবিধা হয়। এছাড়াও মাইক নিজে কোন ইবাদত নয় বরং
ইবাদতের সহায়ক।
বরং এটাই বিধান যে, ‘যে বস্ত্ত না হ’লে ওয়াজিব আদায় হয় না, সেটাও ওয়াজিব।’ অতএব বড় জামা‘আতে মাইক অথবা মুকাবিবর থাকা ওয়াজিব। রাসূল (ছাঃ)-এর তাকবীরের আওয়ায মুছল্লীদের শুনানোর জন্য আবুবকর (রাঃ) উচ্চকণ্ঠে তাকবীর দিয়েছেন (বুখারী হা/১১৪০)। তিনি ছিলেন ইসলামের ইতিহাসে প্রথম মুকাবিবর। বর্তমানে মাইক সেই কাজটিই করে থাকে।