উত্তর :
সূরা ফাতিহার পর নির্দিষ্ট করে কত আয়াত পড়তে হবে তা কোন ছহীহ হাদীছ বর্ণিত
হয়নি। তবে রাসূল (ছাঃ) যতটুকু সম্ভব ততটুকু পড়তে নির্দেশ দান করেছেন (ছহীহ আবুদাঊদ হা/৮৫৬, সনদ ছহীহ)।
তাই কখনও ছোট আবার কখনও বড় সূরা তেলাওয়াত করা যাবে। রাসূল (ছাঃ) প্রথম
রাক‘আত দ্বিতীয় রাক‘আতের চেয়ে বেশী দীর্ঘ করতেন মর্মে ছহীহ হাদীছ বর্ণিত
হয়েছে (বুখারী হা/৭৫৯, ৭৭৬, ৭৭৯; মুসলিম হা/৪৫১)। অতএব সর্বদা এরূপই হওয়া সুন্নাত। তবে কখনো দ্বিতীয় রাক‘আতে ক্বিরাআত লম্বা হয়ে গেলে তাতে কোন সমস্যা হবে না (ছিফাতু ছালাতিন্নবী ১০৩)।