উত্তর :
এমতাবস্থায় অন্যের কাছে বিচার না চাওয়াই ভাল। কারণ যারা সঠিক পথে থাকে
তাদের পক্ষ থেকে ফেরেশতারা প্রতিবাদ করেন। আর সঠিক পথের ব্যক্তি যদি
প্রতিবাদ করতে যায় তাহ’লে ফেরেশতা সরে যান (আহমাদ, মিশকাত হা/৫১০২; সনদ ছহীহ, সিলসিলা ছহীহাহ হা/২২৩১)।
অন্য হাদীছে এসেছে, আবু হুরায়রা (রাঃ) বলেন, একজন লোক বলল, হে আল্লাহর রাসূল (ছাঃ)! আমার কিছু প্রতিবেশী রয়েছে আমি তাদের সাথে সদাচরণ করি। কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে। আমি তাদের সাথে ভাল আচরণ করি। কিন্তু তারা আমার সাথে মন্দ আচরণ করে। আমি তাদের সাথে নরম ও ধৈর্যশীল হতে চাই। কিন্তু তারা আমার সাথে রুক্ষতা প্রকাশ করে।
জবাবে নবী করীম (ছাঃ) বলেন, তুমি যেমন বলছ বিষয়টি যদি এমন হয়, তাহ’লে তুমি তাদের মুখে ছাই নিক্ষেপ করছ। আর সর্বদা আল্লাহর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে তোমার জন্য সহযোগী থাকবে তুমি যতদিন এ নীতি অবলম্বন করবে (মুসলিম, মিশকাত হা/৪৯২৪)। তবে জীবন ঝুঁকিপূর্ণ হ’লে সক্ষম অবস্থায় অন্যায়ের প্রতিরোধ করবে (মুসলিম, মিশকাত হা/১৫৭, ৫১৩৭)। অন্যথায় পূর্বোক্ত নীতি অবলম্বন করবে।