উত্তর : নারী-পুরুষ মাথায় মেহেদী দেওয়া অবস্থায় ছালাত আদায় করতে পারবে। কারণ মেহেদী অপবিত্র নয়। তবে ওযূ করার সময় মাথা মাসাহ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ চুল বা দাড়িতে মোটা অবস্থায় মেহেদী দেওয়া থাকলে মাসাহ সম্পন্ন হবে না। আর মাসাহ সম্পন্ন না হ’লে ছালাত হবে না (ইবনু কুদামাহ, মুগনী ১/২২৪, ১/১৪৬; হাত্তাব, মাওয়াহিবুল জালীল ১/২৯৮, ৩০১, ২/১৫৬; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১০/১৬১)।
প্রশ্নকারী : রিফাত হোসাইন, লালবাগ, দিনাজপুর।