উত্তর :
যেখানে ঈমান ও আমল হারানোর ঝুঁকি থাকবে সেখান থেকে অনুকূল পরিবেশে চলে
যেতে হবে। আল্লাহ তা‘আলা এরশাদ করেন, আল্লাহর পৃথিবী কি প্রশস্ত ছিল না?
তোমরা হিজরত করতে পারতে (নিসা ৯৭)। রাসূল (ছাঃ) বলেন, অদূর
ভবিষ্যতে মুসলমানের উৎকৃষ্ট মালরূপে গণ্য হবে ছাগল। যেগুলোকে নিয়ে সে
পাহাড়ের চূড়ায় বা বৃষ্টি বহুল এলাকায় চলে যাবে, যাতে ফিতনা থেকে সে তার
দ্বীনকে রক্ষা করতে পারে (বুখারী হা/১৯)। এজন্য তাক্বদীরের কোন
পরিবর্তন হবে না। মন্দ ও উত্তম পরিবেশ বাছাই করার দায়িত্ব বান্দার। সে তার
তাকদীরের খবর জানে না। তাই এখানে টিকে থাকাটাও তাকদীর, চলে যাওয়াটাও
তাকদীর।