উত্তর : উক্ত হাদীছটি বিভিন্ন সূত্রে বর্ণিত হওয়ায় শায়খ আলবানী (রহঃ)-এর সনদকে ছহীহ লিগায়রিহী বা হাসান পর্যায়ের হাদীছ বলেছেন (ছহীহাহ হা/২৬৬৮-এর আলোচনা দ্রষ্টব্য)। অনুরূপভাবে ইবনু কাছীর ও হাফেয ইবনু হাজার (রহঃ) হাদীছটিকে গ্রহণযোগ্য বলেছেন (আল-বিদায়াহ ১/৯৭; ফাৎহুল বারী ৬/২৫৭)। যেহেতু বিষয়টি শরী‘আতের সাথে সাংঘর্ষিক কিছু নয়, অতএব সনদের ব্যাপারে কিছু মতপার্থক্য থাকলেও তা গ্রহণযোগ্য। তবে নবী ও রাসূলের সংখ্যা অসংখ্য ধরে নিলেও কোন দোষ নেই (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ২/৬৬-৬৭)।
প্রশ্নকারী : আল-মামূন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।