উত্তর : তাদের প্রথম বিবাহটি শরী‘আতসম্মত হয়নি। কারণ তাতে পিতা বা অভিভাবকের সম্মতি ছিল না। আর রাসূল (ছাঃ) বলেন, ‘যে নারী তার অলীর অনুমতি ছাড়া বিবাহ করবে, তার বিবাহ বাতিল, বাতিল, বাতিল’ (তিরমিযী হা/১১০২; মিশকাত হা/৩১৩১; ছহীহুল জামে‘ হা/২৭০৯)। অতএব পূর্ববর্তী বিবাহ ও সংসারের কারণে পরবর্তী বিবাহ বাতিল হবে না। কিন্তু পূর্ববর্তী কর্মকান্ডের জন্য উক্ত নারী ও তার মাকে অনুতপ্ত হয়ে খালেছ অন্তরে তওবা করতে হবে (ইবনু মাজাহ হা/৪২৫০; মিশকাত হা/২৩৬৩)।
প্রশ্নকারী : মাহমূদ হাসান, নওদাপাড়া, রাজশাহী।