উত্তর :
উক্ত দাবী সঠিক নয়। রাসূলুল্লাহ (ছাঃ) জানাযার ছালাতের পূর্বে উক্ত ভাষণ
দেননি। বরং কবর খনন করলে তিনি অনতিদূরে বসে কবরের বর্ণনা দিচ্ছিলেন (আহমাদ হা/১৮৫৫৭; ছহীহুল জামে‘ হা/১৬৭৬)।
বর্তমানে জানাযার পূর্বে ধারাবাহিকভাবে একের পর এক ভাষণ দেওয়ার যে রীতি
সমাজে চালু আছে তা শরী‘আত সম্মত নয়। কেবল ইমাম উপস্থিত ব্যক্তিদেরকে লক্ষ্য
করে ঈমান বর্ধক কিছু সংক্ষিপ্ত কথা বলতে পারেন এবং উত্তরাধিকারীদের নিকট
মাইয়েতের ঋণ পরিশোধ বিষয়ে বলতে পারেন (বুখারী, মিশকাত হা/২৯০৯; ফাতাওয়া উছায়মীন, ১৭/২৩৩ পৃঃ)।