উত্তর : মূলতঃ
মৃতব্যক্তির তার রূহে শাস্তি হয়। তবে কেউ কেউ বলেন, দেহের উপর শাস্তি হয়।
একথার জবাবে বলা যায়, দেহে আত্মা স্থাপনের পর রূহ ও দেহ উভয়েরই আযাব হয়।
কেননা মানুষের শরীরের চালিকা শক্তিই হল রূহ। রূহবিহীন দেহ মূল্যহীন। তাছাড়া
মালাকুল মউত মৃতের জান কবয করার পর ইল্লিইয়ীন বা সিজ্জীনে তার রূহ নিয়ে
যান। তাই রূহের উপরই শাস্তি হয়। সেকারণ রূহের মাগফেরাত কামনা করাই যথেষ্ট (ফাতাওয়া ওছায়মীন ১৭/৪৩১ পৃঃ)।