উত্তর : কেউ ইমামের সাথে ছালাতের কিছু অংশ পেলে তাকে ‘মাসবূক্ব’ বলে। মুছল্লী ইমামকে যে অবস্থায় পাবে, সে অবস্থায় ছালাতে যোগদান করবে (তিরমিযী হা/৫৯১; মিশকাত হা/১১৪২)। অতঃপর ইমাম সালাম ফিরানোর পরে মাসবূক্ব ছালাতের যে অংশটুকু বাদ পড়বে, সেটুকু পূর্ণ করবে’ (মুত্তাফাক্ব ‘আলাইহ, মিশকাত হা/৬৮৬)। মাসবূক ব্যক্তি নিম্নস্বরে ক্বিরাআত করবে যাতে অন্য মুছল্লীর সমস্যা না হয় (আহমাদ; মিশকাত হা/৮৫৬, সনদ ছহীহ)।