উত্তর : বিবাহের ক্ষেত্রে অভিভাবকের সম্মতি যেমন শর্ত, তেমনি সাবালিকা মেয়ের সম্মতিও অপরিহার্য। রাসূল (ছাঃ) বলেন, ‘স্বামীহীন মহিলাকে তার পরামর্শ ছাড়া বিবাহ দেয়া যাবে না এবং কুমারী মেয়েকেও তার অনুমতি ছাড়া বিবাহ দেয়া যাবে না। ছাহাবীগণ জিজ্ঞেস করলেন, কুমারী মেয়ের অনুমতি কিভাবে হবে? উত্তরে তিনি বললেন, ‘চুপ থাকাই তার অনুমতি’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/৩১২৬, ৩১২৭)। অন্য হাদীছে এসেছে, রাসূলুল্লাহ (ছাঃ) জনৈকা মহিলার অনুমতিবিহীন বিবাহকে প্রত্যাখ্যান করেন (বুখারী হা/৫১৩৮, মিশকাত হা/৩১২৮)।