উত্তর : হকপন্থী
মুসলমান কেবলমাত্র ‘আহলেহাদীছ’ নামেই অভিহিত হবেন। ছাহাবায়ে কেরাম ও
তাবেঈনে এযাম নিজেদেরকে ‘আহলুল হাদীছ’ বলতেন। ইমাম আহমাদ সহ অধিকাংশ
মুহাদ্দিছ বিদ্বান কিয়ামত পর্যন্ত হকের উপর প্রতিষ্ঠিত নাজী ফেরকা হিসাবে
কেবলমাত্র আহলেহাদীছ জামা‘আতকেই নির্দিষ্ট করেছেন (সিলসিলা ছহীহাহ হা/২৭০ আলোচনা দ্রঃ)।
হাদীছের বক্তব্য অনুযায়ী, মুসলিম উম্মাহ ৭৩ ফেরকায় বিভক্ত হবে। যার মধ্যে
৭২ ফেরকাই জাহান্নামী হবে। মাত্র একটি ফেরকা জান্নাতী হবে। আমাদের সকলের
ধর্মীয় পরিচয় মুসলিম। তার মধ্য নাজী ফেরকার বৈশিষ্ট্যগত নাম হ’ল
‘আহলেহাদীছ’। অতএব প্রত্যেক মুসলমানেরই আক্বীদা ও আমলে প্রকৃত ‘আহলেহাদীছ’
হওয়া আবশ্যক।