উত্তর : উক্ত বক্তব্য সঠিক নয়। প্রয়োজনে মসজিদে ঘুমানো জায়েয। আব্দুল্লাহ্ ইবনু ওমর (রাঃ) অবিবাহিত যুবক হওয়া সত্ত্বেও রাসূল (ছাঃ)-এর মসজিদে ঘুমিয়েছেন (বুখারী হা/৪৪০; নাসাঈ হা/৭২২)। তিনি বলেন, আমরা যুবকেরা রাসূল (ছাঃ)-এর যুগে মসজিদে ঘুমাতাম (তিরমিযী হা/৩২১; ইবনু মাজাহ হা/৭৫১)। আলী (রাঃ) মসজিদে ঘুমিয়েছিলেন (বুখারী হা/৪৪১; মুসলিম হা/২৪০৯)। অতএব প্রয়োজনে মসজিদে ঘুমানোয় কোন বাধা নেই। তবে এজন্য তাকে মসজিদের আদব রক্ষাকারী মুমিন হ’তে হবে।