উত্তর : বৈমাত্রেয় বোনের নাতনীকে বিবাহ করা হারাম। কারণ সে মাহরামের অন্তর্ভুক্ত (নিসা ৪/২৩)। এছাড়া সহোদরা, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন, তাদের কন্যা এবং এ ধারাগুলি যত নিম্নের হউক না কেন তাদের বিয়ে করা হারাম (তাফসীর ফৎহুল ক্বাদীর ১/৪৪৫; কুরতুবী ৫-৬/৭১; ফৎহুল বারী ৯/১৯২)।
অজ্ঞতাবশতঃ এরূপ করে থাকলে উক্ত বিবাহ বিচ্ছেদ হবে। এ ক্ষেত্রে মেয়েটি
মোহর পাবে। সন্তান তাদেরই সন্তান বলে গণ্য হবে। যদি তারা জেনে বুঝে এরূপ
কাজ করে থাকে, তাহ’লে তাদের সন্তানরা জারজ সন্তান এবং অপরাধটিও হত্যাযোগ্য
অপরাধ হিসাবে গণ্য হবে (আবূদাঊদ হা/৪৪৫৭, নাসাঈ হা/৩৩৩২)। তবে তা বাস্তবায়নের দায়িত্ব রাষ্ট্রের (নিসা ৪/৫৯)।