উত্তর :
মানুষের নাম বিকৃত করে ডাকা অত্যন্ত গর্হিত কাজ। আল্লাহ তা‘আলা বলেন, ‘হে
মুমিনগণ! কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে; কেননা যাকে উপহাস
করা হয় সে উপহাসকারী হতে উত্তম হতে পারে এবং কোন নারী যেন অপর নারীকে উপহাস
না করে; কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হতে পারে।
তোমরা একে অপরের প্রতি অন্যায়ভাবে দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ লকবে
ডেকো না; ঈমানের পর ফাসেকী হ’ল সবচেয়ে মন্দ নাম। যারা (এসব থেকে) তওবা করে
না তারাই যালিম’ (হুজুরাত ৪৯/১১)। অর্থাৎ ঈমান আনার পরে উপরোক্ত অন্যায় কর্মসমূহ সবই ফাসেকী কাজ।