উত্তর : জুম‘আর পূর্বে নির্দিষ্ট কোন সুন্নাত ছালাত নেই। সময় পেলে খুৎবার আগ পর্যন্ত যত খুশী নফল ছালাত আদায় করবে (বুখারী, মিশকাত হা/১৩৮১)। অন্যথা মুছল্লী কেবল ‘তাহিইয়াতুল মসজিদ’ দু’রাক‘আত পড়ে বসবে। জুম‘আর ছালাতের পরে মসজিদে চার রাক‘আত অথবা বাড়ীতে দু’রাক‘আত সুন্নাত আদায় করবে। তবে মসজিদেও চার অথবা দুই রাক‘আত পড়া যায়। এছাড়া চার এবং দুই মোট ছয় রাক‘আতও পড়া যায় (মুসলিম, মিশকাত হা/১১৬৬; মির‘আত ৪/১৪২-৪৩)।