উত্তর : উক্ত অবস্থায় পূর্ণ ছালাত আদায় করতে হবে। ইবনু ওমর (রাঃ) (সফরে) একাকী ছালাতরত অবস্থায় দু’রাক‘আত এবং ইমামের সাথে চার রাক‘আত ছালাত আদায় করতেন (মুসলিম হা/৬৯৪, মিশকাত হা/১৩৪৭)। ইবনু আববাস (রাঃ) এভাবে পড়াকেই সুন্নাত বলেছেন (আহমাদ, ইরওয়া হা/৫৭১; ফিক্বহুস সুন্নাহ ১/১৭৭)।