উত্তর :
কুরআন আল্লাহ তা‘আলার বাণী। একে সম্মান করা প্রত্যেক মুমিনের ঈমানী
দায়িত্ব। মাটিতে রাখলে কুরআনকে অসম্মান করা হয়। তাকে অবশ্যই কোন উঁচু
স্থানে রাখবে। এক দল ইয়াহুদী রাসূল (ছাঃ)-এর নিকট এসে একজন ব্যভিচারীনী
মহিলার শাস্তির দাবী করল। তখন তিনি তাওরাত নিয়ে আসার নির্দেশ দিলেন এবং
সেটি নিচে না রেখে একটি বালিশের উপর রাখলেন (আবুদাউদ হা/৪৪৪৯)। আবরী ক্বায়েদাসহ যে সব বইয়ে কুরআনের কিছু আয়াত থাকে, সেগুলিকেও সম্মান করা উচিৎ।