উত্তর : যে অংশে
প্রস্রাব লাগবে শুধুমাত্র সে অংশটুকু ধুয়ে ছালাত আদায় করতে হবে। জামা
পরিবর্তন করার প্রয়োজন নেই। আর যদি ধোয়া সম্ভব না হয়, তাহ’লে উক্ত ছালাতের
ওয়াক্তের মধ্যেই পোষাক পরিবর্তন করতে হবে। সম্ভব না হ’লে উক্ত পোষাকেই
ছালাত আদায় করতে হবে, কোনক্রমেই ক্বাযা করা যাবে না। আল্লাহ তা‘আলা অপবিত্র
অবস্থায় পানি না পেলে পরবর্তীতে পানি পাওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও
তায়াম্মুম করে ছালাত আদায় করার নির্দেশ দিয়েছেন (নিসা ৪/৪৩)।