উত্তর : যে কোন বিনিময়েই হৌক
না কেন উভয়ের সম্মতিতে যদি উক্ত বিক্রয় সম্পন্ন হয়ে থাকে, তাহ’লে তা নিজের
নামে লিখে নিয়ে ভোগ করায় কোন বাধা নেই (নিসা ৪/২৯)। তবে এক্ষেত্রে
কোন কূট-কৌশল অবলম্বন করা হ’লে কঠিন গুনাহের ভাগিদার হ’তে হবে।
রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি কারো এক বিঘত পরিমাণ যমীন জোর করে
দখল করেছে, ক্বিয়ামতের দিন তার গলায় সাত তবক পরিমাণ যমীন বেড়ি রূপে পরিয়ে
দেওয়া হবে’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/২৯৩৮)। অন্য হাদীছে এসেছে, ক্বিয়ামতের দিন ঐ মাটির বোঝা তার গর্দানে চাপিয়ে দেওয়া হবে (আহমাদ, ছহীহাহ হা/২৪২)।