উত্তর : বাধ্যগত অবস্থা
না হ’লে পত্র-পত্রিকায় প্রাণীর ছবি ছাপানো উচিৎ নয়। আল্লাহ তা‘আলা বলেন,
আল্লাহ যা তোমাদের উপর হারাম করেছেন তা স্পষ্ট করে বলে দিয়েছেন। তবে
তোমাদেরকে বাধ্য করা হ’লে তোমরা হারাম বস্ত্তও আহার করতে পার’ (আন‘আম ১১৯)।
অবশ্যই প্রাণীর ছবি থেকে বেঁচে থাকতে হবে। ছবিপূর্ণ পত্রিকা ক্রয় করা থেকে
বিরত থাকা উচিত। কিনলে এগুলো এমন স্থানে রাখতে হবে যেখানে মানুষের চোখ পড়ে
না। কেননা রাসূল (ছাঃ) বলেছেন, ঐ ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, যে
ঘরে কুকুর অথবা (প্রাণীর) ছবি থাকে’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/৪৪৮৯)।