উত্তর : ই‘তিকাফের জন্য জুম‘আ মসজিদ হওয়াই উত্তম। তবে জামা‘আত হয় এরূপ ওয়াক্তিয়া মসজিদে ই‘তিকাফ করাও জায়েয। ‘জামে মসজিদ ব্যতীত ই‘তিকাফ হবে না’ (আবুদাঊদ হা/২৪৭৩) মর্মে আয়েশা (রাঃ) হ’তে বর্ণিত হাদীছটি অন্য বর্ণনায় এসেছে, ‘জামা‘আত হয় এরূপ মসজিদে ই‘তিকাফ হবে’ (দারাকুৎনী হা/২৩৮৮, ইরওয়াউল গালীল হা/৯৬৬)। বিস্তারিত দ্রঃ মির‘আত হা/২১২৬-এর আলোচনা ৬/১৬৪-১৬৬)।
নারীরা বাড়িতে নয় বরং মসজিদে ই‘তিকাফ করবে। ইবনু কুদামা (রহঃ) বলেন, ‘নারীদের জন্য প্রত্যেক মসজিদে ই‘তিকাফ করা জায়েয। সেখানে জামা‘আত হওয়া শর্ত নয়। কারণ তাদের উপর জামা‘আত ওয়াজিব নয় (মুগনী ৩/১৯০)। ওছায়মীন বলেন, নারী যদি এমন মসজিদে ই‘তিকাফ করে যেখানে জামা‘আত হয় না তাতে কোন দোষ নেই। কারণ তাদের উপর জামা‘আত ওয়াজিব নয় (আশ-শারহুল মুমতে‘ ৬/৫১০)।