উত্তর :
এক্ষেত্রে করণীয় হ’ল, (ক) সর্বদা মৃত্যুর চিন্তা হৃদয়ে জারি রাখা (খ)
অহি-র বিধান যথাযথভাবে অনুসরণ করা (গ) মন্দকাজের শাস্তি সম্পর্কে পূর্ণরূপে
জানা এবং সেগুলি সর্বদা স্মরণ করা (ঘ) কবর ও জাহান্নামের আযাব সম্পর্কে
জানা এবং তা স্মরণ করা। (ঙ) ছগীরা গোনাহ সমূহ পরিত্যাগ করা। কেননা ছোট
গোনাহ মানুষকে বড় গোনাহের দিকে ধাবিত করে। (চ) কবীরা গোনাহ থেকে তওবা করা ও
সর্বাবস্থায় আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করা। (ছ) পরকালীন জীবনের জন্য
সর্বদা সুন্দরভাবে প্রস্ত্ততি গ্রহণ করা’ (ইবনু মাজাহ হা/৪২৫৯; ছহীহাহ হা/১৩৮৪)।