উত্তর : রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, ‘ছালাতের যে অংশটুকু তোমরা পাও সেটুকু আদায় কর এবং যেটুকু বাদ পড়ে, সেটুকু পূর্ণ কর’ (মুত্তাফাক্ব ‘আলাইহ, মিশকাত হা/৬৮৬)।
অর্থাৎ সালাম ফিরানো পর্যন্ত ইমামের অনুসরণ করবে। অতঃপর বাকী অংশ আদায়
করার জন্য দাঁড়িয়ে যাবে। যেহেতু সালামের মাধ্যমে ছালাতের পরিসমাপ্তি ঘটে,
আর মাসবূকের ছালাত শেষ হয়নি, সেহেতু ইমামের সাথে তাকে সালাম ফিরাতে হবে না।
বরং বাকী ছালাত আদায় করার পর সালাম ফিরানোর মাধ্যমে তাকে ছালাত শেষ করতে
হবে।