উত্তর : এগুলো স্পষ্ট প্রতারণার শামিল। আর প্রতারণা দ্বারা দু’টি পাপ হয়। একটি মিথ্যা বলা ও আরেকটি অন্যকে ঠকানো। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয়’ (মুসলিম হা/১০১-১০২; মিশকাত হা/২৮৬০, ৩৫২০)। কিন্তু যদি ঘটনা সত্য হয় এবং বিদেশে অবস্থানের কারণে নিজের কাছে নিজের বিয়ের কাবিননামা বা জন্মসনদ না থাকে, সে অবস্থায় সে দেশের আইন রক্ষার স্বার্থে বাধ্যগত অবস্থায় করলে এটি জালিয়াতি হবে না।
প্রশ্নকারী : এবিএম রাশেদ, গুনমা সিটি, জাপান।